খরচ কমাতে গিয়ে এবার নতুন নিয়োগ সংক্রান্ত তৃতীয় বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দফতর৷ আর তাতেই বড়সড় ধাক্কা গিয়ে পড়ল বাংলার চাকরিপ্রার্থীদের একাংশের ঘাড়ে৷ ২ এপ্রিল রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি 1491-F(Y) জারি করা হয়৷ করোনা পরিস্থিতিতে সংকটের মোকাবিলায় রাজ্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যায় করতে হচ্ছে৷
করোনা পরিস্থিতিতে নতুন করে কোনও নিয়োগ করা হবে না৷ অর্থ দফতরের অনুমতি ছাড়া কোনও ভাবেই নিয়োগ করা যাবে না৷ অর্থাৎ অর্থ দফতরের নির্দেশ পাওয়ার পর নিয়োগ করা যেতে পারে৷ ৩০ জুন পর্যন্ত এই নির্দেশের মেয়াদ কার্যকর ছিল৷এরপর দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগের উপর বিধিনিষেধের জারি থাকবে বলে জানানো হয়৷ এবার তৃতীয় দফায় ২২ সেপ্টেম্বর নয়া বিজ্ঞপ্তি 2732-F(Y) দিয়ে নতুন নিয়োগের উপর বিধিনিষেধ এক ধাক্কায় আগামী বছরের মার্চ মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে৷ নয়া বিজ্ঞপ্তির জেরে অর্থ দফতরের নির্দেশ ছাড়া কোনও নিয়োগ হবে না আরও ৬ মাস৷
নবান্নের এই বিজ্ঞপ্তি দেখে চাকরিপ্রর্থীদের মধ্যে তৈরি হয়েছে প্রতিক্রিয়া৷ চাকরিপ্রার্থীদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি ভোটের আগে কোনও নিয়োগ হবে না?
আগামী বছর বাংলা সহ যে ৪ রাজ্যে নির্বাচন নির্ধারিত হয়ে আছে, সেখানে নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন হতে পারে৷ ভোটের দিন ঘোষণা হয়ে গেলে কার্যকর হয়ে যাবে নির্বাচনী আচরণবিধি৷ ফলে, নিয়োগের ক্ষোত্রেও তৈরি হতে পারে আইনি জটিলতা৷