আগামী ৫ বছরের মধ্যে সব সমস্যা মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য সোমবার নবান্নে ‘চোখের আলো’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের প্রধান লক্ষ্য, বয়স্কদের ছানি অপারেশন ও সকলের চোখের চিকিৎসা। এছাড়া অন্ধত্ব প্রতিরোধও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের সুবিধা পাবেন সবাই। এর আওতায় ৫ বছর রাজ্যে সম্পূর্ণ বিনামূল্যে ২০ লক্ষ মানুষের ছানি অপারেশন করা হবে। এছাড়া বিনামূল্যে ৮ লক্ষ ২৫ হাজার চশমা দেওয়া হবে। এর পাশাপাশি সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। এছাড়া ৪ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামূল্যে চশমা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।