সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ বোনাসের দাবিতে সরকারের উপর ক্রমশ চাপ বৃদ্ধির পর আজ কর্মচারীদের জন্য বোনাস দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র৷
আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ‘২০১৯-২০২০ অর্থবর্ষের জন্য প্রোডাক্টিভিটি ও নন-প্রোডাক্টিভিটি বোনাসে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ এর ফলে ৩০ লাখ সরকারি কর্মচারী লাভবান হবেন৷ ৩ হাজার ৭৩৭ কোটি টাকা বোনাস দেওয়া হবে কর্মচারীদের৷’’ বোনাস ঘোষণার পর কেন্দ্রীয় মন্ত্রী সাফ জানিয়েছেন, দশমীর আগেই সরাসরি সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বোনাসের টাকা৷
সোমবারের মধ্যেই উৎসবের মরশুমে বোনাস হাতে পেয়ে যাবেন কর্মচারীরা৷
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক হয়৷ সেখানেই কর্মচারীদের বোনাস দেওয়ার বিষয়ে অনুমোদ দেওয়া হয়৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তে ১৬.৯৭ লক্ষ নন গেজেটেড সরকারি কর্মচারি উপকৃত হবেন৷ তার মধ্যে রয়েছেন রেল, পোস্ট অফিস, প্রতিরক্ষা, ইপিএফও এবং ইএসআইসির কর্মচারীরা৷