বৃহস্পতিবার মুঙ্গের জেলার আসার গঞ্জ ব্লকের লালবাহাদুর শাস্ত্রী কিষান হাইস্কুলের শিক্ষক ও একজন পিওন-সহ ১৫ জন পড়ুয়ার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। পড়ুয়ারা সকলেই নবম শ্রেণির। খবর প্রকাশ্যে আসতেই কন্টাক্ট ট্রেসিং এর খোঁজ নেওয়া শুরু হয়। জেলা প্রশাসন স্কুল বন্ধের নির্দেশ দেয়।
শিক্ষা দফতরের রিসার্চ ও ট্রেনিং ডিরেক্টর বিনো দানান্দ ঝা বলেন, স্বাস্থ্য দফতরের সঙ্গে সম্পৃক্ত ভাবে করোনা মোকাবিলার কাজ করছে শিক্ষা দফতর। তিনি বলেন, স্কুলগুলিতে শিক্ষক, শিক্ষার্থীদের করোনা টেস্ট করা হচ্ছে। যেখানেই করোনা সংক্রমণ ধরা পড়ছে সেই স্কুল তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা চাই স্কুলগুলি চালু হোক। তবে করোনা করোনা প্রটোকল না মানলে কোনও ছাড়পত্র দেওয়া হবে না।